শেরপুর সরকারি কলেজে ৬ সিনিয়র রোভার মেটের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বিগত সেশনের সিনিয়র রোভার মেট রাকিব আল হক, মোঃ আনিছ মিয়া, রবিউল ইসলাম রানা, গোবিন্দ কর্মকার, মোঃ মতিউর রহমান ও সারজিনা আক্তার (গার্ল ইন রোভার) এর বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজের রোভার ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর উত্তম কুমার নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া এবং দর্শন বিভাগের প্রভাষক সবুজ।

সভাপতির বক্তব্যে প্রফেসর উত্তম কুমার নন্দী বলেন, “রোভার স্কাউটিং জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ সহযাত্রী। আজকের বিদায়ী রোভাররা রোভার স্কাউট গ্রুপের জন্য নিষ্ঠা ও আদর্শের যে নজির রেখেছেন, তা ভবিষ্যতের রোভারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের সততা, নেতৃত্বগুণ এবং সেবামূলক কাজ কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন বলেন, “রোভার স্কাউটরা যে কোনো সমাজের সচেতন, সৃজনশীল ও মানবিক নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদায়ী রোভারদের জীবনেও এই নৈতিক গুণাবলি অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যৎ জীবনে তারা আরও বড় পরিসরে দেশ ও জাতির সেবা করবেন- এই কামনা করি।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বিদায়ী রোভারদের অবদানের কথা স্মরণ করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। পরে বিদায়ী রোভারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদায়ী রোভাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ তাদের ব্যক্তিত্ব ও নৈতিকতা বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তারা রোভার স্কাউটের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যেতে চান এবং এ ধারা অব্যাহত রাখার দাবি জানান।