যশোরের মননিরামপুরে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে নিজ ঘর থেকে সাথী আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত সাথী আক্তার খাটুয়াডাঙ্গা গ্রামের চাতাল শ্রমিক মিজানুর রহমান মিন্টুর ২য় স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মিন্টু ও তার ১ম স্ত্রী পলাতক রয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান- সোমবার সকালে স্থানীররা মিন্টুর ঘর বন্ধ দেখে। পরে তাদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তার ১ম স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন