খাগড়াছড়িতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মৃত্যুর দাবীর চেক হস্তান্তর

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মৃত্যুর দাবীর চেক হস্তান্তর করেছে। জেলার পানছড়ি উপজেলা তালুকদার পাড়া এলাকার মৃত্যু গ্রাহক কল্পনা রানী দেব এর দুই লক্ষ ছাব্বিশ হাজার একশত সাতষট্টি টাকার মৃত্যুর দাবী চেক পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী পিএলসি।

মৃত কল্পনা রানী দেব এর নমিনি হিসেবে উল্লেখিত টাকার চেক গ্রহণ করেন পানছড়ি বাজার ব্যবসায়ী স্বামী জয় প্রসাদ দেব।

এ উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে পানছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে মৃত্যু দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পিএলসি জনবীমার জেলা কার্যালয়ের রিজিওনাল ইনচার্জ সুদত্ত রঞ্জন ত্রিপুরা। এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিত মনি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিপ জোনাল ম্যানেজার মো: সেলিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম, সদর ইউপি সচিব নজরুল ইসলাম, জেলা কর্মকর্তা আব্দুর রহিম হৃদয়, পানছড়ি বøক অফিস ইনচার্জ হারুনুর রশিদ(মোস্তাফিজ) ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

মৃত্যু গ্রাহক কল্পনা রানী দেব এর নমিনী বিশিষ্ট হোটেল এন্ড রেস্টুরেন্ট ব‍্যবসায়ী জনপ্রিয় হোটেলের মালিক জয় প্রসাদ দেব উক্ত চেকটি পেয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গ্রাহক সেবার প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।