সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ সংলগ্ন পিচঢালা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান উত্তর আটুলিয়া গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিকুর রহমান একজন দৃষ্টি প্রতিবন্ধী। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন