নওগাঁর রাণীনগরে দুটি গরু চুরি

নওগাঁর রাণীনগরে মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুয়াতা ঈদগাহ এলাকার সিদ্দিক তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে চোরেরা দুটি গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গরুর মালিক সিদ্দিক তালুকদারের ছেলে সুমন তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে চারটি গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে গিয়ে দেখি তালা কেটে চোরেরা চারটি গরুর মধ্যে দুটি গরু চুরি করে নিয়ে গেছে।
গরু দুটির মূল্য প্রায় এক লক্ষ ৮০ হাজার টাকা হবে বলে জানান তিনি। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সুমন তালুকদার আরো জানান, তার বাড়ী সহ প্রতিবেশি কয়েকটি বাড়ীর বাহির থেকে দরজার শিকল আটকানো ছিল।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন