ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে এই কার্যালয়ের মূল ফটক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরসূত্রে জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকটি দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায়। এতে হাসপাতালটি অরক্ষিত ছিল। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে ৪ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির মূল ফটক ও ভবনে রং করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহাবুবুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, ভেটেরিনারি সার্জন ডা. ফাইয়াজ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আসমাউল ইকবাল।

উপজেলা ডেইরী ফার্মার্স এসোশিয়েশনের সভাপতি মোঃ আলীম উদ্দিন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।