মহাস্থানে শেষ বৈশাখী মেলায় অনৈতিক কার্যকলাপ রোধে সজাগ প্রশাসন

আগামীকাল বৃহস্পতিবার মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলাশ অনৈতিক কার্যকলাপ রোধে সর্বদা সজাগ রয়েছে প্রশাসন। এবারও লাখো মানুষের পদচারণায় মুখরিত হবে ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা।
পঞ্জিকা মতে, অতীত সভ্যতার লীলা ভূমি মহাস্থানে শায়ীত আছে বিখ্যাত ওলীয়ে কামেল হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রঃ)। তার স্মৃতি স্মরণে প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহাস্থানগড় মাজার কেন্দ্রীক ওরস ও মেলা অনুষ্ঠিত হয়।
মহাস্থান মাজার এলাকায় বাড়তি নিরাপত্তা হিসেবে কেমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তা দেখতে বগুড়া জেলার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, মহাস্থানগড়ে হযরত শাহ সুলতানের বাৎসরিক উরস মোবারক উপলক্ষে মাদক, অসামাজিক কার্যকলাপ, চুরি, ছিনতাই ও জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু হতে দেয়া হবে না। এ জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
মহাস্থান মাজার কমিটির সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ওরস ও মেলা উপলক্ষে কোন অনৈতিক কর্মকান্ড করতে দেওয়া হবেনা। ভক্তরা নিয়ম মেনেই ইবাদত বন্দেগি করবে। সকল পরিস্থিতি মোকাবেলায় মহাস্থানে প্রশাসনের সজাগ দৃষ্টি অব্যহত।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন