কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ পালিত

“তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” গণমাধ্যমের মুক্তি, গণতন্ত্রের শক্তি, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ পালিত হয়েছে। একশনএইড বাংলাদেশ, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এই কর্মসূচির আয়োজন করে।
সকালে কুড়িগ্রাম টের ডেস হোমস থেকে এ উপলক্ষে র্যালী বের হয় পরে জেলা পর্যায়ে মুক্ত সাংবাদিকতা, চ্যালেঞ্জ ও স¤া¢বনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক ইউনুছ আলী, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সদস্য সচিব আশরাফুল হক রুবেল।
নয়াদিগন্ত প্রতিনিধি রেজাউল করিম, সাংবাদিক ফজলে ইলাহি স্বপন, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিক এর প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এম রশীদ আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহন করে।
ফুটেজ মেইলে

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন