পার্বত্যাঞ্চলের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ এর স্মরণে নাগরিক শোকসভা

সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পণের সম্পাদক প্রকাশক পার্বত্যাঞ্চলে সাংবাদিকতায় অন্যতম পথিকৃৎ, চারণ সাংবাদিক খ্যাত মরহুম একেএম মকছুদ আহমেদ এর স্মরণে নাগরিক শোকসভা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হলরুমে রাঙ্গামাটি প্রেসক্লাবের আয়োজনে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ মারুফ, পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপ-মন্ত্রী মনি স্বপ্ন দেওয়ান, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা পরিষদের সদস্য হাবিব আজম সহ জেলার সকল গনমাধ্যমকর্মীগণ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর ছিলেন তিনি। চারণ সাংবাদিক খ্যাত মরহুম একেএম মকছুদ আহমেদের মাগফেরাত কামনা করে বলেন এই চারণ সাংবাদিক রাষ্ট্রীয় পদক পাওয়ার দাবিদার। সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় মরণোত্তর পদক দেওয়ার দাবি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন