সাতক্ষীরার শ্যামনগরে ‘রান ফর ওয়াটার’ ম্যারাথন: সুপেয় পানির দাবিতে নতুন উদ্যোগ

সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে সুপেয় পানির দাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার’। শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে অনলাইনে নিবন্ধন করেন ২৭৭ জন, যার মধ্যে শতাধিক তরুণ, পরিবেশকর্মী ও সচেতন নাগরিক অংশ নেন। সকাল ৬টায় গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে ম্যারাথনটি শেষ হয় বুড়িগোয়ালিনীর আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে।
দৌড়কারীরা ‘সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই’ এমন দাবি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মো. আতিক হাসান, কিংকর মণ্ডল ও মো. ইব্রাহিম খলিল।
শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামনগরে নিরাপদ পানির সংকট তীব্র। এ সংকটের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতেই এ আয়োজন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ পানিকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করে দ্রুত ও টেকসই সমাধানের আহ্বান জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন