খাগড়াছড়ি জেলার ছাত্রদলের নতুন কমিটি গঠন, সভাপতি জাহিদ, সম্পাদক সোহেল

খাগড়াছড়ির পার্বত্য জেলার ছাত্রদলের নতুন কমিটি গঠন করেছে। এতে সভাপতি জাহিদ, সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাপ্পি দাস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খাগড়াছড়ি জেলা শাখার ১৫জন সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে সদ্য ঘোষিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে সোহেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাপ্পি দাস।

ছাত্রদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্ব জেলা ছাত্রদলকে সংগঠিত ও গতিশীল করবে।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক, সহ- সভাপতি মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম এবং সুইচিংহ্লা চৌধুরী(চিংহ্লা)।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্যচিং মারমা ও মো: রনি। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন জাকির হোসেন জিকু, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক রুইসাই মারমা এবং উপজাতী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উক্যনু মারমা।

কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, এই আংশিক কমিটির মাধ্যমে জেলার সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের খবরে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও আশাবাদের সঞ্চার হয়েছে।