নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৪০) নামে এক মাদক সেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই সাজা প্রদান করেন। দন্ডিত ফিরোজ উপজেলার কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, মাদক সেবনের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার কুজাইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাজারের পশ্চিম পার্শ্বে গাঁজা সেবনরত অবস্থায় ফিরোজকে হাতে নাতে ধরা হয়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিানশ্রম কারাদন্ড এবং আরো একশত টাকা জরিমানা করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, দন্ডিত ফিরোজকে সাথে সাথেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।