দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের গাজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযানে দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী থেকে ৯৮ পটলা গাঁজা বিক্রয় কালে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার মধ্য বালু বাড়ি সুইপার কলোনির শ্রী রনি কুমার এর ছেলে শান্ত কুমার (২২), মৃত বাবু ছেলে সুমন ইসলাম (২৮) ও মৃত কৃষ্ণার ছেলে অজয় (৩০)।

(২২ জুন) রবিবার দিবাগত রাত ১০ দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী হরিজন পল্লী হরিজন হেলা যুব সংঘ ক্লাবের সামনে মাদক বিক্রয় কালে যৌথ বাহিনীর অভিযানে স্থানীয়দের সহযোগিতায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এর নিয়মিত যৌথ অভিযান কালে স্থানীয়দের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের আটক করা হয়, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে।