সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ

”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ -২০২৫ ধারাবাহিক ভাবে প্রতিমাসে অনুষ্ঠিত হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে এর অংশ বিশেষ সোমবার (৩০ জুন ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের অদূরে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) ও প্রধান প্রশিক্ষক কে এম মাহবুব কবির, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ও প্রশিক্ষক মোঃ বাহাউদ্দিন ফারুকী, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক এ্যাড, রবিউল ইসলাম এবং বিআরটিএ’র উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।
বিশেষ প্রশিক্ষণে বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পে পথে চলাচলের উপর ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। বিশেষ প্রশিক্ষণ শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন