খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধ নিরসনে আলোচনা সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় সা¤প্রীতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধ নিরসনে আলোচনা সভা হয়েছে। জেলার দীঘিনালায় উপজেলা পর্যায়ে সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে দীঘিনালা ইসলামীক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা পর্যায়ে সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা হয়।
ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া, কাজী মো: ইয়াছিন প্রধানীয়া প্রমূখ। এছাড়া ইসমালীক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক কেন্দ্রে ইমাম ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, কোন ধর্ম সন্ত্রাসবাদ শিক্ষা প্রচার করেন না। সকল ধর্মের লোকেরা সা¤প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে কাজ করে। সকলে চায় সমাজে সা¤প্রদায়িক সম্প্রতি বজায় রেখে বসবাস করতে।
কিছু লোকজন সমাজে বিশৃংখলা সৃষ্টি করে তাদের প্রতি সকলে সচেতনতা থাকতে হবে যদিও কোথায় অপ্রীতিকর ঘটনা ঘটে তা দ্রুত নিরসনে এগিয়ে আসতে হবে। কোন ঘটনা ঘটলে মিথ্যা গুজব যে ছড়িয়ে না পড়ে এব্যাপারে সকলকে অধিকতর সচেতন থাকতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















