নেত্রকোনার মদনে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে কৃষি কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মদন এর উদ্যোগে কৃষিবিদ হাবিবুর রহমানকে বিদায় ও কৃষিবিদ মাহমুদুল হাসান মিজানের আগমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাব উপদেষ্টা অলিদুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন,বিদায়ী কৃষি অফিসার হাবিবুর রহমান, নবাগত কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, মদন বাজার বণিক সমিতির সভাপতি ডাক্তার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীরপুর কেন্দুয়া রোড বণিক সমিতির সভাপতি রঞ্জু আহমেদ, পৌর বিএনপির সাবেক যুবদলের সদস্য সচিব এনামুল হক, সাবেক ছাত্রদলের উপজেলা সভাপতি এস এইচ পিপুল।

মদন উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শামীম,এস আই খোরশেদ আলম, শিক্ষক শাহাজাহান মিয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল,নিজাম উদ্দিন, আব্দুল লতিফ মোতাহার প্রমূখ।