ময়মনসিংহের নান্দাইলে পুলিশের অভিযানে তিন চোর গ্রেফতার

ময়মনসিংহ জেলার নান্দাইলে পুলিশের অভিযানে ট্রান্সফরমার চুরি করার সময় তিন চোরকে গ্রেফতার করা হয়।২জুলাই রাত্রিকালীন নিয়মিত টহল ডিউটি সহ অভিযান পরিচালনা কালে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোরের সময় নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের জামতলা বাজার এলাকায় ০৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ চোর চক্রের ০৩ সদস্যকে আটক করেন।

পরবর্তীতে উক্ত বিষয়ে ২জুলাই কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন নান্দাইল জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। নান্দাইল মডেল থানার মামলা নং-০৩, তাং-০২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের বিদ্যুৎ আইনের ৩৫ রুজু করা হয়।

আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আসামী১। মোঃ আলমগীর (৪৫), পিতা-শাহেদ আলী, মাতা-আনোয়ারা ওরফে জগতা বেগম, সাং-পূর্ব তারাপাশা, ২। মোঃ শাহজাহান (৩৫) পিতা-মৃত আব্দুল হাকিম, মাতা-বাবুর মা, সাং-কালিয়ার কান্দা (মাঠের বাজার), ৩। মোঃ নয়ন মিয়া (৪৮), পিতা-মৃত মহরম আলী, মাতা-রহিমা খাতুন, সাং-পূর্ব তারাপাশা,জেলা-কিশোরগঞ্জ।