সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডু*বে শি*শুর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে জুলকার হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত জুলকার হোসেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইসমাইল গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খেলতে বের হয় সে। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে খেলার সাথী ইব্রাহিম, শওকত ও রোহানের কাছে জিজ্ঞাসা করলে তারা জানায়, জুলকার গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়।

দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে ৩টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নেওয়ার ২ ঘণ্টা পূর্বে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

শিশুটির অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।