যশোরের নাভারনে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

যশোরের নাভারণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) উৎপাদিত ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র ডিলার মেসার্স রোকেয়া ট্রেডার্স উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে নাভারণ রেলবাজারে একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির (এমজিআই) সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোঃ মহিউদ্দিন, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মনিরুজ্জামান এবং মেসার্স মেসার্স রোকেয়া ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে।

যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। র‍্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।

৮০-৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’।

বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ।