ময়মনসিংহের গৌরীপুরের মারুফা হতে চায় বিসিএস ক্যাডার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলতি বছর এসএসসি পরীক্ষায় মানবিক শাখা হতে সর্বোচ্চ নাম্বার ও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে আফরোজা আক্তার মারুফা। তার প্রাপ্ত নম্বর ১১৫৭।
গৌরীপুর পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক শাখায় উপজেলায় প্রথম হয়েছে। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিতে চায়।
মারুফা আক্তার উপজেলার হিম্মতনগর গ্রামের ধান ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মামুন ও গৃহিনী পারুল আক্তার দম্পত্তির বড় সন্তান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মারুফা সবার বড়ো। তার ছোট ভাই হাফেজ অলি উল্লাহ আল মাসুদ রামগোপালপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মিযান শাখায় পড়াশোনা করছে। ছোট দুই বোন মারিয়াম ও মাইমুনা ৫ম ও ৪র্থ শ্রেণিতে স্থানীয় একটি মাদ্রাসা পড়াশোনা করছে।
মারুফা ২০১৯ সালে হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পি.এস.সি (৫ম শ্রেণি) পাস করে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। চলতি বছর-২০২৫ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
পারিবারিক সীমাবদ্ধতা সত্ত্বেও মারুফা পড়াশোনায় এগিয়ে চলেছে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে।
আফরোজা আক্তার মারুফা জানায়, “আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। এজন্য প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া আমার স্বপ্ন।”
শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পরিচালক সমীরণ দেবনাথ জানান, সে আমাদের প্রতিষ্ঠানে ৮ম শ্রেণি থেকে পড়াশোনা করেছে। সে প্রত্যেক শ্রেণিতেই সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার এ সাফল্যে আমরা গর্বিত।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ বলেন, মারুফা খুবই মেধাবী। সে কখনও ক্লাস মিস করতো না। ক্লাস পরীক্ষায় বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছে। সে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও নিয়মিত অংশগ্রহণ করতো।
খেলাধূলায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের সাথে বিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। সে এখন নারী শিক্ষার্থীদের এক অনুপ্রেরণা।
মারুফার বাবা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়ের কৃতিত্বে আমরা অত্যন্ত খুশি। তার ইচ্ছা পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকরি করতে চায়। সেজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের সভাপতি মিজ আফিয়া আমীন পাপ্পা বলেন, মারুফা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক শাখা থেকে এ বছর উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে। এতে আমরা গর্বিত। কৃতিত্বের সঙ্গে লেখাপড়া শেষ করে করে সে যেন দেশ ও দশের জন্য কাজ করে সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















