রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভা

রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

সভায় পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন চৌধুরী, স্থানীয় সরকার উপপরিচালক, মোঃ মোবারক হোসেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, লেফটেন্যান্ট কর্নেল তৌফিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, চেম্বার অফ কমার্সের সভাপতি এ্যাড. মোঃ মামুনুর রশিদ মামুন।

অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোঃ সাইদুজ্জামান জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুর উজ জমান, সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা সভায় জেলায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মাদক ও চাঁদাবাজি নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সময় সভায় জেলা প্রশাসক এবং উপস্থিত সকলে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর তাদের মতামত ব্যক্ত করেন।

সভায় সিভিল সার্জন জানান, রাঙামাটিতে সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকামা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) জেলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুদীপ্তা চাকামা বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

সভায় সিভিল সার্জন বলেন, ১ সেপ্টেম্বর থেকে কলেরা টিকা দেওয়া হবে। কলেরা ভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জন্মনিবন্ধন থাকতে হবে।