কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো: মোদাব্বির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা।

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।