চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি সভা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের নিজস্ব ভবন, আয়-ব্যয়, নতুন সদস্যসহ বিবিধ আলোচনা এবং অসুস্থ সদস্যদের রোগমুক্তি ও সদস্য সন্তানদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের উজ্জল ভবিষ্যত কামনায় দোয়া-মুনাজাত করা হয়।

সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী এবং গীতা থেকে পাঠ করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।

এসময় সদস্য কাজী মোরশেদ আলমের রোগমুক্তি ও প্রেসক্লাব সদস্য অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুলসহ অন্যান্য সংবাদকর্মী সন্তানদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সফলতা ও তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর প্রেসক্লাবের নিজস্ব ভবন স্থাপন, সদস্যদের নিয়মিত চাঁদা পরিশোধ, সভায় অনুপস্থিত থাকা সদস্য, ক্লাবের আয়-ব্যয়, সদস্য এস.এম মিরাজ মুন্সীর মামলা ও পর্যবেক্ষক সদস্য পদে আবেদনকৃত ১৭ জনের বিষয় সমূহসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন, কার্যকরি কমিটির সদস্যরা।

সভায় সহ-সভাপতি কবির আহমেদ. যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা ও পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক আলমগীর কবির, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, এনায়েত মজুমদার ও সাইফুল ইসলাম সিফাত উপস্থিত ছিলেন।