দেবহাটায় তাঁতীদলের কমিটি ঘোষনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতীদল দেবহাটা উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব সম্প্রতি দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির অনুমোদন করেছেন। দলের সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দেবহাটা উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটিতে সখিপুরে ইউসুফ গাজীকে আহবায়ক ও রাকিব হোসেন রনিকে সদস্য সচিব এবং নওয়াপাড়া ইউনিয়নে কাজী আব্দুল মালেককে আহবায়ক ও আশরাফুল ইসলামকে সদস্য সচিব ও নাসিরুল্লাহ হোসেনকে যুগ্ম আহবায়ক করে তাঁতীদলের কমিটি ঘোষনা করা হয়। এছাড়া সখিপুর ইউনিয়নে বাপ্পী কুমার ঘোষকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইয়াকুব আলীকে সহঃ যুগ্ম আহবায়ক, শহিদ হোসেন মিজুকে সহঃ যুগ্ম আহবায়ক ও তৈমুর ইসলামকে সহঃ যুগ্ম আহবায়ক করে উক্ত বিজ্ঞপ্তিতে আগামী ২ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অনুমোদন করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন