তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ: মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তৃণমূলের দুঃশাসনের কারণে ভুগছে পশ্চিমবঙ্গ। মানুষ বিজেপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে, উন্নয়ন শুধু বিজেপিই এনে দিতে পারে।
শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফরে যাওয়ার আগে গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে তিনি একথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী দুর্গাপুরে শুক্রবার একটি জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম বর্ধমান জেলার আন্দালের কাছাকাছি এই জনসভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানাতে পারেন তিনি।
পোস্টে মোদি লেখেন, ‘আগামীকাল দুর্গাপুরে বিজেপির এক জনসভায় অংশ নেব। সবাই যোগ দিন।’
অন্য একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, তার পশ্চিমবঙ্গ সফর শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক উদ্দেশ্যেও হচ্ছে। তিনি আজ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানিয়েছেন।
মোদি আরও লেখেন, ১৮ জুলাই পশ্চিমবঙ্গের মানুষের মাঝে উপস্থিত হতে মুখিয়ে আছি। দুর্গাপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করব ও ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তেল ও গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক খাতের প্রকল্পগুলোর কাজ এতে অন্তর্ভুক্ত।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন