খাগড়াছড়ির গুইমারায় জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল

খাগড়াছড়ি পার্বত্য জেলা গুইমারা উপজেলায় জাতীয় সমাবেশ সফল করতে গুইমারায় জামায়াতের স্বাগত মিছিল করেছে। জেলার গুইমারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯শে জুলাই, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে সফল করার আহŸানে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার(১৭ই জুলাই) বিকেল সাড়ে ৫টায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর মো: রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া সম্পাদক এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু বকর ছিদ্দিক। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান।

বক্তারা বলেন, “ফ্যাসিবাদী সরকার মিথ্যা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে দমন করতে চেয়েছে, কিন্তু জামায়াত ইসলামী আজও অগ্রসর ও সংগঠিত।” নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ওমর ফারুক, ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিন, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, এবং জামায়াত নেতৃবৃন্দ আমিনুল ইসলাম, দ্বীন ইসলাম, আবুল হোসেন প্রমুখ।