নওগাঁর পত্নীতলায় গগনপুর স্পোর্টিং ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুনামেন্ট

নওগাঁর পত্নীতলায় গগনপুর স্পোর্টিং ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ জুলাই) বিকেলে গগনপুর হাইস্কুল ফুটবল মাঠে নজিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাদিব জুহী আল সাফি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় গগনপুর ফুটবল একাদশ এবং ঘোষনগর ফুটবল একাদশ। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ কাঁপিয়ে তোলে। শেষ পর্যন্ত ঘোষনগর ফুটবল একাদশ ৩-২ গোলে গগনপুর ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয় করে।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা টুর্নামেন্ট আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।