নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি কৃষক দলের

সারাদেশের ন্যায় নওগাঁতেও কৃষক দলের আয়োজনে ও আমরা বিএনপি পরিবার কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের উপর এবং বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের উপর কোটনিতিক বক্তব্য অপপ্রচার উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার ১১ উপজেলার ও ৩টি পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বেলা ১২ টার সময় নওগাঁ মুক্তির মোড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক নান্নু, আহ্বায়ক জেলা বিএনপি নওগাঁ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী কৃষক দল, জেলা শাখা নওগাঁ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএম ফিরোজ দুলু, সদস্য সচিব, জাতীয়তাবাদী কৃষক দল, জেলা শাখা নওগাঁ।