অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা: এনসিপির আহবায়ক নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার (২০ জুলাই) দুপুরে রাঙ্গামাটিতে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা।

রাঙ্গামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি শহরের শিল্পকলা রোড হয়ে বনরূপা সিএনজি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

এদিকে শহরের ভেদভেদী, কলেজগেট, রাজবাড়ী, হ্যাপীরমোড়, বনরুপায় আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।

পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা বক্তব্য দিয়েছেন।

পথসভায় এনসিপির নেতা সার্ভিস আলম বলেন, আমাদের রাজনীতি চলবে, জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ের জীববৈচিত্র্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে এই জীববৈচিত্র্য পাহাড়ের সাথে অতপ্রোতভাবে জড়িত। এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে ব্যবহার করতে না পারে।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা। যে দেশের সকল ধর্ম, জাতিগোষ্ঠীর, সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারি। সেরকম একটি রাষ্ট্র, একটি দেশ আমরা চাই।

তিনি বলেন, গত ৫০ বছরে দেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল। এই পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন, নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা তৃতীয় কোন পক্ষকে আর কোন সুবিধা নিতে দেব না।

তিনি আরো বলেন, পাহাড়ে যে অশান্তি বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে। সে অশান্তি দূর করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতি নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব। বাংলাদেশকে যেকোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে দেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এ লড়াই চালিয়ে যেতে হবে।

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাাহ বলেন, আমরা তরুণ প্রজন্ম আমাদের জীবন দিয়ে চেষ্টা করব ভুল ভ্রান্তির ঊর্ধে উঠে একটি ইনসাফ পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজব্যবস্থা যেন গড়ে তুলতে পারি। যেখানে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে।