খুলনায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রে*ফতার

খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ১৯ জুলাই বিকেলে খুলনার খালিশপুর থানাধীন বাস্তুহারা কলোনি এলাকায় অভিযান চালায়। অভিযানে শফিকুল ইসলাম ওরফে রনি (৪৩), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-সাহাপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা; বর্তমানে বাস্তুহারা কলোনির বাসিন্দা—তাকে ১৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

একইদিন লবণচরা থানা পুলিশ মোহাম্মাদনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি—ফয়সাল আহম্মেদ (৩৮), পিতা-মৃত আব্দুল হক মোড়ল, এবং মেজবা গাজী (৩০), পিতা-মো. সিরাজুল ইসলাম গাজী—দ্বয়কে গ্রেফতার করে। তারা উভয়েই কামারখোলা, দাকোপ থানার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর প্রতিটি থানা ও গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। মাদকের উৎস, চক্র এবং পেছনের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মাদকবিরোধী এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।