যশোরের রাজগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা
 
            
                     
                        
       		যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সোনাভান (৫৫) নামের এক নারী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাভান ওই গ্রামের তোরাপ আলীর স্ত্রী।
তনিহতের স্বজনেরা জানান- পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে সোনাভান কয়েকটি গ্যাস ট্যাবলেট খায়। পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। হাসপাতালের জরুরী বিভাগে আনার পর চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে সোনাভানকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো বলেন- নিহতের লাশ হাসপাতাল থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	