মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে কুড়িগ্রাম ৯০-এর দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় কুড়িগ্রাম ৯০ এর পক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার রাতে কুড়িগ্রাম ৯০ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৯০ এর সভাপতি এ্যাড: ইউনুস চৌধুরী পাখী, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সহ সভাপতি সাংবাদিক একরামুল হক সম্রাট,যুগ্ম সম্পাদক আল আমিন সবুজ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মুকুল,দফতর সম্পাদক সাজ্জাদ জাহিদ কল্লোল,অর্থ সম্পাদক রজব আলী, ধর্ম সম্পাদক আল আমিন মুসল্লী। দোয়া মাহফিল পরিচালনা করেন কুড়িগ্রাম বাজার কেন্দ্রীয় মসজিদের ঈমাম মাওলানা ওসমান গনী।
এসময় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা সহ আহতদের সুস্থতা কামনা করা হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন