ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে। মেলোনি ইতালীয় দৈনিক লা রিপাবলিকাকে বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই।
তিনি আরও বলেন, যদি এমন কিছু যা বিদ্যমান নেই তা কাগজে স্বীকৃত হয়, তবে সমস্যাটি সমাধান (কাগজে-কলমে) হয়ে যেতে পারে। আসলে তখন সমাধান বাস্তবে বিদ্যমান থাকবে না।
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিন্দার মুখে পড়ে। ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধের মধ্যে এ ধরনের সিদ্ধান্তে তারা হতাশ।
শুক্রবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নতুন ফিলিস্তিনি সত্তা কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিও হওয়া উচিত।
অপরদিকে জার্মান সরকারের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, বার্লিন স্বল্পমেয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না। এখন তাদের অগ্রাধিকার হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত সমস্যার অগ্রগতি অর্জন করা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন