জয়পুরহাটের পাঁচবিবিতে চুরির হিড়িক! দুই রাতে ১১ বাড়ীতে দূর্ধর্ষ চুরি

জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন স্হানে সম্প্রতি চুরি ঘটনা বৃদ্ধি পেয়েছে। গতকাল (২৬ জুলাই) শনিবার দিবাগত রাতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে একই রাতে ৪ টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঐ চার বাড়ী থেকে স্বর্নলংকার, নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া কদিন আগে উপজেলার অন্য এক গ্রামের ৭ বাড়িতে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে।

শ্রীমন্তপুর গ্রামের ভুক্তভোগী আঃ জব্বারের পুত্র মাহমুদুন নবী কলম মাস্টার জানান, শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মত ঘুমাতে গেলে রাতের কোন এক সময়ে চোরেরা বাড়ীর ঘরের জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দূল ও নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

ভোরে ঘুম থেকে উঠে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। এছাড়া ঐ রাতে একই গ্রামের মজিবর রহমান মোজামের পুত্র হাবিবুর রহমানের প্রায় দুই ভরি স্বর্ণ ও কিনু মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ী হতে নগদ ৪০ হাজার টাকা চোরেরা চুরি করে যায়।

তবে আইয়ুব আলীর পুত্র তুহিনের বাড়ীতে প্রবেশ করলেও কোন কিছু চুরি হয়নি বলে জানান তিনি। অনেকের ধারনা চেতনানাশক কোন দ্রব্য ছিটিয়ে বাড়ীর মানুষকে অচেতন করে চোরেরা চুরি করেছে।

কলমের ভাই মাহফুজার রহমান বলেন, এলাকায় একটি চোর সিন্ডিকেট এলাকার স্যালো মেশিন, বাড়ীর পানির মোটর সহ অন্যান্য জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এসব স্থানীয় চোররাই এই চুরির ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

একই রাতে একাধিক বাড়ীতে চুরির ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পরেছেন।

সম্প্রতি এমনি ভাবে গত ১১ জুলাই উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে একই রাতে পাঁচবিবিতে একই দিনে মফিদুল, ছালামত, শহিদুল, হাবিল আনিসুল মমতাজ ও গোপার বাড়িতে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে বলে স্হানীয় মহিলা ইউপি সদস্য জানান। এছাড়াও পৌর এলাকায়ও চুরির ঘটনা ঘটছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।