ময়মনসিংহের গৌরীপুরে শ্রেষ্ঠ ২০ শিক্ষার্থী পেল পুরস্কার

ময়মনসিংহের গৌরীপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (পিবিজিএসআই), এসইডিপি’র পুরস্কার পেল উপজেলার শ্রেষ্ঠ ২০জন শিক্ষার্থী।
রবিবার (২৭ জুলাই) সকালে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, গৌরীপুর প্রসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, গৌরীপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুল সোহাগ।
কিল্লা বোকাইনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: সাইদুল হক, নূরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজুল হক, ড: রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাজাহান, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম শান্তা, আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী এনএম মজিদ, কিল্লা বোকাইনগর কামিল মাদরাসার শিক্ষার্থী নাদিরা আক্তার প্রমুখ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন