কুড়িগ্রামে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কুড়িগ্রামে হেপাটাইটিস সচেতনতা সষ্টিতে আলোচনা ও হেপাটাইটিস বি চেকআপ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম অফিসের আয়ােজনে (২৮ জুলাই) সকালে কুড়িগ্রাম যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ উপলক্ষে সচেতনতাসভা ও হেপাটাইটিস বি চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজলা স্বাস্থ্য কমপ্লক্সের ডাঃ জেবানুরি আশিকি বন্যা,ল্যাব টেকনিশিয়ান সামিউল বারি, গুড নেইবারস ম্যানেজার রােমিও রতন,হেলথ অফিসার মনিরা আক্তার।
এ সময় হত দরিদ্র দেড় শতাধিক শিশু ও অভিভাবককে হেপাটাইটিস বি চেকআপ ও স্বাস্থ্য সেবা দেয়া হয়।