চাঁদপুরের হাজীগঞ্জে পার্থসারথী অনিক স্বরণে ত্রাণ পেল অসহায় পরিবার

চাঁদপুরের হাজীগঞ্জে পার্থসারথী অনিক স্বরণে ত্রান পেল দুইশত অসহায় পরিবার। হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে এ ত্রানসেবা কার্যক্রম পরিচালিত হয়। পার্থসারথী (অনিক) মোমোরিয়াল ট্রাস্ট এ ত্রান প্রদান করেন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল,আটা, আলু, লবনসহ অন্যান্য সামগ্রী।

প্রয়াত পার্থ সারথি দেবনাথ (অনিক) এর ৯ম তম প্রয়াণ তাঁর স্মৃতিতে এই সেবা কার্যক্রমে প্রায় ২১৫ জন অসহায়কে ত্রাণ সেবা কার্যক্রম ত্রাণ সেবা দেয়া হয়েছে। ত্রান কার্যক্রম পরিচালনা করেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম হাজীগঞ্জের মহারাজ স্বামী সেবায়ানন্দ এবং সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার। মঙ্গলবার সকালে রামকৃষ্ণ সেবাশ্রমে এ ত্রান বিতরন করা হয়।

ত্রাণ বিতরনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের রামকৃষ্ণ মিশন সাধারন সম্পাদক শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, সভাপতিত্ব করেন শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন পার্থ সারথি (অনিক) মেমোরিয়াল ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান রাখাল চন্দ্র ভৌমিক।

উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য দীপ্ত দেবনাথ , রানী ভৌমিক, ভারতী রানী দেবনাথ, জয়ন্তী রানী দেবনাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলরাম দেবনাথ, দীর্জয় বর দেবনাথ, অদিতি দেবনাথ, উৎকর্ষ ভৌমিক। ত্রান বিতরন শেষে অনিকে আত্মার সৎগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, পার্থ সারথি দেবনাথ (অনিক) এর প্রয়াণ দিবস। বাংলাদেশের বৃহত্তম রাস্ট্রায়াত্ব প্রতিষ্ঠান, পেট্রোবাংলার সহকারি পরিচালক (অর্থ) শ্রী পার্থ সারথি দেবনাথ (অনিক) মাত্র ৩১ বছর বয়সে গত ২৯ জুলাই ২০১৬ তারিখে পরলোক গমন করেন।

তিনি চাকুরিতে থাকাকালেই গত ৩০ জুন ২০১৬ তারিখে চাকুরিতে থাকাকালেই তার বøাড ক্যান্সার ধরা পড়ে। অত্যন্ত মেধাবী, সদালাপী এবং অমায়িক পার্থ সারথি দেবনাথ (অনিক) এর স্মৃতিতে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে হাজীগঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে পার্থ সারথি দেবনাথ (অনিক) স্মৃতি বিদ্যার্থী ভবন (ছাত্রাবাস), হাজীগঞ্জ দক্ষিণ বাজারে, পার্থ সারথি উপাসনালয় ও পার্থ সারথি স্মৃতি বিদ্যাপীঠ, হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে পার্থ সারথি নাটমন্দিরসহ (অনিক) স্মৃতি বিদ্যার্থী ভবন।

পার্থ সারথি অনিকের বাবা ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সাবেক চীফ (অতিঃ সচিব) এবং সিপিটিইউ’র প্রাক্তন মহাপরচালক শ্রী অমূল্য কুমার দেবনাথ ও তার মা পরিসংখ্যান ব্যুরো’র পরিসংখ্যান কর্মকর্তা।