সিলেটের বিশ্বনাথে পানিতে ডুবে শিশু সায়েমা’র মৃত্যু

সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী সায়েমা বেগম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালের দিকে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সায়েমা পশ্চিমগাঁও গ্রামের সোহেল আহমদ ও লুৎফা বেগম দম্পতির কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের লোকজন হঠাৎ করে শিশু সায়েমাকে দেখতে না পেরে, তার খোঁজ শুরু করেন। ওই খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোকজন নিজ বাড়ির পুকুর থেকে সাযেমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এসময় সেখানে কর্তব্যরত ডাক্তার শিশু সায়েমাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানা অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরে থানার একদল পুলিশ ঘটনাস্থলে যান।