জুলাই গণঅভুত্থান দিবসে সিলেটের বিশ্বনাথে উপজেলা-পৌর জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বাদ যোহর পৌরসভার পুরাণ বাজার এলাকাস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গন থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে গিয়ে শেষ হয়।

গণমিছিল শেষে নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারী মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পথপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, এই জমিন আল্লাহর, তাই এখানে একমাত্র আল্লাহর হুকমত চলবে। আর জন্মলগ্ন থেকেই জামায়াতে ইসলামী এই জমিনে আল্লাহর হুকমত প্রতিষ্ঠার আন্দোলন করে আসছে। এই দেশে আর কোন লুন্টনকারী, জুলুমকারী, স্বৈরাচারী সরকার আসতে দেওয়া হবে না।

ছাত্র-যুবকরা এই দেশকে মুক্ত করেছে, আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ছাত্র-যুবকদের নিয়েই আল্লাহর হুকমত গঠন করতে চায়। যারা সৎ তাদেরকে দিয়ে এই দেশ চলবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে এগিয়ে যাচ্ছে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আক্তার ফারুক। এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।