বগুড়ার শিবগঞ্জে গোপন বিয়ের বলি হলো গৃহবধূ!
বগুড়ার শিবগঞ্জে স্বামীর বাড়িতে স্ত্রী’র দাবীতে অবস্থারত এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আক্তার ববি(২০) আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের গোপন স্ত্রী বলে জানা যায়। তার বাবার বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের গোবিন্দপুরে। তার পিতার নাম বেলাল হোসেন।
পুলিশ গোপন স্বামীর বাড়ি থেকে স্ত্রী ফাতেমা আক্তার ববি’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে প্রতারণা করে বরি ও সোহেল ২০২৫ সালের ফেব্রুয়ারীর ১২ তারিখে গোপনে বিয়ে করে বগুড়া মালতিনগরে ভাড়া বাসায় থাকতো। একপর্যায়ে ভাড়া বাসা থেকেই লাপাত্তা হয় স্বামী সোহেল মন্ডল।
সূত্র আরও জানায়, প্রেমের ফাঁদে ফেলে এক সন্তানের জননী ফাতেমা আক্তার ববিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে সোহেল নামের ওই যুবক।
স্বামীর খোঁজ খবর না পেয়ে নিরুপায় হয়ে স্বামী সোহেল মন্ডল এর বাড়ীতে স্ত্রীর দাবিতে কয়েক দিন আগে অবস্থান নেয় মেয়েটি। স্ত্রী ববি বাড়িতে আসার খবরে প্রতারক স্বামী সোহেল মন্ডল বাড়ি থেকে কৌশলে সটকে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ববি’র আগের স্বামীর বাড়ি ময়দানহাট্টা ইউনিয়নের একই গ্রামে। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। আগের স্বামীর সাথে তার এখনও ছাড়াছাড়ি হয়নি।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত এবিষয়ে কিছু বলা যাচ্ছেনা।
এদিকে এটি হত্যা–না আত্মহত্যা! এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন