লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে এবার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ এনেছেন কলেজের অফিস সহকারী শফিকুল ইসলাম।
শনিবার (০৯ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, মডেল কলেজের সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলী ও সভাপতি হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞার স্বাক্ষর স্ক্যান করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হলেও, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, এ ঘটনায় তিনি বিন্দুমাত্র জড়িত নন।বরং এ জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছেন কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক আশরাফুজ্জামান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলী।এমন অভিযোগও করেন শফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, তাকে দেওয়া শোকজ নোটিশের জবাব যথাযথভাবে প্রদান করলেও, সেটি প্রকাশ না করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনগড়া একটি শোকজের জবাব তার স্বাক্ষর স্ক্যান করে প্রচার করছেন।
শফিকুলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে হেয় করার জন্যই এই নাটক সাজানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার।
এ-সময় এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন