সাতক্ষীরার তালায় এক ব্যক্তির আ/ত্ম/হ/ত্যা

পারিবারিক কলহের জেরে সাতক্ষীরার তালায় রাজু হাচান (৪২) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
এলাকাবাসী জানান, সকালে নিজ বাড়ির ঘরের ভিতর রাজু রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে রাজু আত্মহত্যা করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন