যশোরের মনিরামপুরে বসুন্ধরা শুভ সংঘের মানবিক উদ্যোগ

যশোরের মনিরামপুর সরকারি কলেজের এক এতিম মেধাবী শিক্ষার্থীর পাশে দাড়িয়েছে বসুন্ধরা শুভ সংঘ মনিরামপুর উপজেলা শাখার বন্ধুরা। বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগের আওতায় মনিরামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এতিম মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান মুক্তিকে লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়।

বুধবার (১৩ আগস্ট) মনিরামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী মুক্তির হাতে এ সহায়তা তুলে দেন কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী। অধ্যক্ষ রবিউল ইসলাম এসময় বলেন- মুক্তি ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে এখন তার মাও তার কাছে নেই।

দরিদ্রতার কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের সহায়তা তার সামনের দিকে এগোতে ও পড়ালেখা চালিয়ে যেতে অনেকখানি সুগম হবে। এমন মানবিক কার্যক্রমের জন্য আমি বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জ্ঞাপন করি।

এসময় মনিরামপুর সরকারি কলেজের উপাধক্ষ্য সমীর হালদার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এনামুল কবীর কাজল, স্থানীয় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশসহ শুভসংঘের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন- বসুন্ধরা গ্রুপ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। আমরা চেষ্টা করছি পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এমন মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে।

এই শিক্ষার্থী যেন ভালোভাবে তার পড়াশোনা শেষ করতে পারে, আমরা সেই বিষয়ে নজর রাখব। অধ্যাপক মোস্তাফিজুর রহমান বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতিম এই শিক্ষার্থী খুবই মেধাবী। কিন্তু আর্থিক সংকটের কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না। বসুন্ধরা গ্রুপ আর্থিক সহায়তা দিয়ে খুব ভালো কাজ করেছে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ।