ময়মনসিংহের গফরগাও চোর গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁও থানার অভিযানে ১২টি ল্যাপটপসহ আন্তঃ জেলা চোরচক্রের ০৫ সদস্য গ্রেফতার করা হয়।গত ২০/০৭/২০২৫খ্রিঃ তারিখ দিবাগত রাতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা গফরগাঁও থানাধীন চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব কক্ষ হতে ১৫টি ল্যাপটপ, ১৫টি চার্জার, ১৫টি কিবোর্ড, ১৫টি মাউস, ১টি স্ক্যানার ও রাউটার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম গত ২২/০৭/২০২৫খ্রিঃ তারিখে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে মান্যবর পুলিশ সুপারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, গফরগাঁও থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ১০/০৮/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় মোঃ আব্দুল কাইয়ুম (২৯), পিতা-মোঃ হেলাল উদ্দিন, মাতা-মোছাঃ মোর্শেদা খাতুন, সাং-চরমছলন্দ দক্ষিণ কাচারীপাড়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১১/০৮/২০২৫খ্রিঃ ভোর আনুমানিক ০৪.২৫ ঘটিকায় ১২টি ল্যাপটপ, ১২টি কিবোর্ড, ০৩টি ক্যাবল, ০৩টি মাউস ও একটি স্ক্যানার উদ্ধারসহ আন্তঃ জেলা চোরচক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করা হয়।ধৃত আসামীদের পূর্ণ নাম ও ঠিকানা:১। মোঃ আব্দুল কাইয়ুম (২৯), পিতা- মোঃ হেলাল উদ্দিন, মাতা-মোছাঃ মোর্শেদা খাতুন, সাং-চরমছলন্দ দক্ষিণ কাচারীপাড়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ২। মোঃ লাল চাঁন মিয়া লাল বাবু (২৭), পিতা-মৃত আঃ মোতালেব, মাতা-খোদেজা বেগম, সাং-চরমছলন্দ কান্দাপাড়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ।
৩। মোঃ জাকারিয়া আলম (৩২), পিতা-মোঃ আলিমুল ইসলাম, মাতা-মোছাঃ জায়েদা খাতুন, সাং-সিংগুরা মড়লবাড়ী, ০৩নং ধোবাউড়া ইউপি, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ।৪। মাহফুজুর রহমান নয়ন (২১), পিতা-আঃ রশিদ, মাতা-মোমেনা খাতুন, সাং-ধোপাকুড়া, (রবি পুলিশের বাড়ি), ০১ নং পোড়াগাঁও ইউ পি, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর। ৫। মোঃ রাশেদুল ইসলাম (৪০), পিতা-মৃত আলিমুদ্দিন, মাতা-ডলি বেগম, সাং-বড়ইকান্দি (মাষ্টারপাড়া), কুতুবপুর ইউপি, খানা- সারিয়াকান্দি, জেলা-বগুড়া।
গফরগাঁও থানার মামলা নং-১০,তারিখ-২২/০৭/২০২৫; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।উদ্ধারকৃত আলামত-
১। ল্যাপটপ -১২ টি ।
২। কিবোর্ড-১২টি।
৩। স্ক্যানার- ০১টি।
৪। ক্যাবল-০৩টি।
৫। মাউস-০৩টি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন