নওগাঁর মান্দা পাকুরিয়া গণহত্যা দিবস পালিত

নওগাঁর মান্দায় পাকুরিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুড়িয়া ইউনাইটেড হাইস্কুল কমিটি ও শহীদ পরিবার এবং এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা পাকুড়িয়া ইউনাইটেড হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি শহীদ পরিবার কল্যাণ ব্যবসায়ী সমিতির সভাপতি মুজাহিদ হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুল রহমান মকে, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল ,যুবদলের আহŸায়ক নুরুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ছাত্রদলের আহŸায়ক শহিদুজ্জামান ছালেক প্রমুখ।

উক্ত অনুষ্ঠান শেষে শহীদ পরিবারদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ২৮ আগস্ট নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় দোসররা মিলে গ্রামের ১২৮ জন নিরীহ গ্রামবাসীকে স্থানীয় ইউনাইটেড হাইস্কুলের মাঠে জড়ো করে মেশিনগানের গুলিতে হত্যা করে এক ভয়াবহ গণহত্যা চালায়।

এই ঘটনাটি ছিল নওগাঁ জেলার সবচেয়ে বড় গণহত্যার মধ্যে অন্যতম, যা ‘পাকুরিয়া গণহত্যা’ নামে পরিচিত।