পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার হাতে পড়িয়ে নিলেন দৈনিক ইনকিলাবের আইডি কার্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত তরিকুল ইসলাম তার বাবার হাত দিয়ে দৈনিক ইনকিলাবের ফিতাসহ আইডি কার্ড পড়িয়ে নিয়েছেন।

জানা যায়, ২৯ আগস্ট শুক্রবার বিকেলে সুন্দরবন কুরিয়ার থেকে দৈনিক ইনকিলাবের কার্ড হাতে পায় তরিকুল ইসলাম। পরের দিন সংবাদ সংগ্রহের দায়িত্বপালনে যাওয়ার আগে তার বাবার হাতে পড়িয়ে নেন ইনকিলাবের ফিতাসহ আইডি কার্ড।

তরিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা পেশায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেছেন। তিনি হাটি হাটি পা পা করে আজ স্বনামধন্য জাতীয় দৈনিক ইনকিলাবে কাজ করার সুয়োগ পেয়ে প্রথমে পঞ্চগড় জেলা প্রতিনিধি শেখ সম্রাট হোসাইনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর সম্পাদকসহ ইনকিলাবের সকল স্টাফদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তরিকুলের বাবা বলেন, আমার পাঁচ ছেলে মধ্যে একজন অ্যাডভোকেট হয়েছেন সে এখন ঢাকায়। আর একজন বান্দরবনে চাকরি করেন। তরিকুল ইঞ্জিনিয়ারিং পড়ার ফাঁকে সাংবাদিকতা করতেন। ইঞ্জিনিয়ারিং শেষে কয়েকবছর কোম্পানিতে চাকরি করার ফাঁকেও সাংবাদিকতা করতেন। এখন সে সাংবাদিকতাকে ধরে রেখেছেন। এর পাশাপাশি সার্ভেয়ার ও বাড়ির ডিজাইনের কাজ করেন। একজন পিতা হিসেবে তরিকুলের সার্বঙ্গীন মঙ্গল কামনা করেন।

তিনি তার সাংবাদিকতা পেশায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।