যশোরের শার্শায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম জুলফিকার আলী ভুট্টো (৩৫)। তিনি রামচন্দ্রপুর গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ টিম ভুট্টোর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, মাদকদ্রব্য সংরক্ষণের দায়ে জুলফিকার আলী ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন