আমি কাজ করছি শুধু চাকরি করছি এজন্য না

আমি কাজ করছি দেশের জন্য : জেলা প্রশাসক সিফাত মেহনাজ

কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসক সিফাত মেহনাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ জেলার বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন।

অত্যন্ত সৌহাদ্রপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি বলেন, আমি কাজ করছি শুধু চাকরি করছি এজন্য না,আমি কাজ করছি দেশের জন্য।

তিনি নদী ভাঙ্গন রোধে কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নিমাণ, চর নিয়ে সমীক্ষা করে স্থায়ী চর নির্ধারণ করে টেকসই প্রকল্প নির্ধারণ, শিল্প কলকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অবস্থান সৃষ্টি করাসহ সর্বোপরি কুড়িগ্রামের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব,টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামের আহবায়ক ইউনুস আলী, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সহ সভাপতি একরামুল হক সম্রাট সহ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকগণ।