সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচি সরকারি কলেজ চত্বরে কৃতি শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনার বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের রোভার স্কাউটসহ অন্য শিক্ষার্থীরা।
অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আলী আলম, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক গোলাম মাওলা খাঁন বাবলু, টেক্সটজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস সালাম, রহমত গ্রুপের এমডি আলতাফ হোসেন সরকার ও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বেলকুচি সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন