মিথ্যা সংবাদের প্রতিবাদে নওগাঁর মান্দা কৃষি কর্মকর্তার প্রেস ব্রিফিং

নওগাঁর মান্দায় সম্প্রতি প্রকাশিত একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে নিজের সততা ও দায়িত্বশীলতার দৃঢ় অবস্থান তুলে ধরেন।
সম্প্রতি কিছু অনলাইন, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদে দাবি করা হয় যে, মান্দা উপজেলার ১৮টি রাসায়নিক সার ডিলারের কাছ থেকে কৃষি কর্মকর্তা শায়লা শারমিন প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে শায়লা শারমিন বলেন, “আমি আমার পেশাগত জীবনে সবসময় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি।
এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে এবং পেশাগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।”ডিলারদের সমর্থন ও মিথ্যা সংবাদের নিন্দা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে সরব হয়েছেন উপজেলার রাসায়নিক সার ডিলাররাও। আতাউর রহমান, বিরেনসহ একাধিক ডিলারের সাথে কথা বললে তারা জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তারা জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কৃষি কর্মকর্তাকে কোনো ধরনের টাকা বা মাসোহারা দিইনি।”ডিলাররা আরও দাবি করেন, সাংবাদিক ভুল তথ্যের ভিত্তিতে এবং কোনো রকম যাচাই-বাছাই না করে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছেন। তাদের মতে, এই সংবাদটি কৃষি কর্মকর্তার সুনাম নষ্ট করার অপচেষ্টা মাত্র।
মান্দা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন যোগদানের পর থেকে সারের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছেন। এতে কিছু অসৎ চক্রের স্বার্থে আঘাত লাগায় তারা এমন মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে হয়রানি করার চেষ্টা করছে।
এই প্রেস ব্রিফিং এবং ডিলারদের সমর্থন প্রমাণ করে যে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। পেশাগত জীবনে সততা ও দায়িত্বশীলতার এমন দৃষ্টান্ত নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন